Image description

সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এতে আনন্দিত কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকের বাণিজ্যিক ভবনের দেওয়ালে এই পানির ফিল্টার স্থাপন করা হয়।

নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা এই বিএনপি নেতা বলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে বর্তমানে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, এতসংখ্যক শিক্ষার্থীর চাহিদার তুলনায় তাদের সেবার পরিমাণ খুবই সীমিত। ক্যাম্পাসে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই সাধারণ শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান করতে এমন উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, এই কলেজের আমি প্রাক্তন ছাত্র। শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে দুইবার জিএস হয়েছিলাম। যা আমার ছাত্র রাজনৈতিক জীবনকে আরও বেগবান করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের ভাগ্য উন্নয়ন ও তাদের সেবার স্বার্থে কাজ করে।

এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখ, সদস্য সচিব আরিফুল ইসলাম রানাসহ বিভিন্ন বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।