Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের জয়ানপুর এলাকায় ফুলজোড় নদীর তীরে বিষক্রিয়ায় এক খামারের দুই শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে, যা এলাকার হাঁস খামারিদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

ক্ষতিগ্রস্ত খামারি রেজাউল করিম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি জয়ানপুরের ফুলজোড় নদীতে তার মোট ছয় শতাধিক হাঁস নামান। বেলা ১২টার দিকে হঠাৎ দুই শতাধিক হাঁস ছটফট করতে করতে মারা যায়। তিনি তাৎক্ষণিকভাবে কয়েকটি মৃত হাঁস উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠালে প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত হয়। মৃত হাঁসগুলোর বয়স ছিল প্রায় দেড় থেকে দুই মাস।

রেজাউল করিম আরও বলেন, মৃত হাঁসের নমুনা ল্যাব পরীক্ষার জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। বেঁচে থাকা চার শতাধিক হাঁস নিয়ে তিনি এখন চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

খামারির ভাই জহুরুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এই জঘন্য কাজটি করেছে। নদীতে হাঁস পালনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন পূর্বে তার ভাইকে হাঁস মেরে ফেলার হুমকি দিয়েছিল। তবে প্রতিপক্ষের প্রভাবশালী অবস্থানের কারণে তিনি প্রকাশ্যে তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শামীম আক্তার বলেন, “প্রাথমিক পরীক্ষায় হাঁসগুলো বিষক্রিয়ায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিস্তারিত নিশ্চিতকরণের জন্য সিরাজগঞ্জ ল্যাবে নমুনা পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় এলাকার হাঁস খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছেন।

এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। খামারিরা আশঙ্কা করছেন, বিষয়টি দ্রুত সমাধান না হলে আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।