Image description

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর জন্মদিন আজ (বুধবার, ২৯ অক্টোবর)। ১৯৮৭ সালের এই দিনে জন্মগ্রহণ করা এই তরুণ নেত্রীর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। ফেসবুক ও এক্স (টুইটার)-এ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের পোস্টে ছেয়ে গেছে তার প্রোফাইল।

দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে জন্মদিন উদযাপন করেছেন। স্থানীয় পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব—সবাই যোগ দিয়েছেন এই আনন্দঘন মুহূর্তে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিশেষ শুভেচ্ছা বার্তায় বলেন, “নিপুণ রায় চৌধুরী বিএনপির একজন সাহসী, ত্যাগী ও সংগ্রামী নেত্রী। দলের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা অনন্য।”

রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রগুলো জানায়, নিপুণ রায় তরুণ প্রজন্মের মধ্যে উদীয়মান তারকা। দলের কঠিন সময়ে কর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজে তিনি নিরন্তর সক্রিয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য নিপুণ—সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা। তরুণ প্রজন্মের উদীয়মান নেত্রী হিসেবে দলের কঠিন সময়ে সংগঠন শক্তিশালী করছেন তিনি। জন্মদিনের এই উৎসবে দলের ঐক্য ও নেতৃত্বের নতুন প্রজন্মের উত্থানের বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।