এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সংবিধান সংস্কার ও ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা করেছেন যে, তার দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম জানান, ঐকমত্য কমিশনের সর্বশেষ দুটি সিদ্ধান্তের মধ্যে এনসিপি প্রথম প্রস্তাবকে সমর্থন করে। তিনি বলেন, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে তার দল সনদে স্বাক্ষর করবে।
নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা হারানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোট হলে পরবর্তী সরকারের জন্য সংবিধান সংস্কার করা দায়িত্ব। তিনি আরও যোগ করেন যে, পরবর্তী সরকারের জন্য নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব পাস না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হওয়ার সিদ্ধান্ত সঠিক।
নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচার না হলে জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ নেই। তিনি দেশে "সামাজিক ফ্যাসীবাদের উত্থান" হয়েছে বলে উল্লেখ করে এর মোকাবিলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
একক সরকার গঠনের ধারণাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, "কেউ যদি মনে করে একক সরকার গঠন করবে, সেই সরকার টেকানো সম্ভব হবে না।" তিনি পুনরায় উল্লেখ করেন যে, এনসিপি এককভাবেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
নাহিদ ইসলাম দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বলেন, পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে এবং জনগণের মাঝে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।
বৈঠকে রংপুর বিভাগের জেলা ও মহানগরের আহ্বায়কসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




Comments