খুলনার পাইকগাছায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ। শনিবার মাগরিব বাদ পাইকগাছা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফ.এম.এ. রাজ্জাক।
সভায় ওসি রিয়াদ মাহমুদ বলেন, “মাদক, চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধ দমনে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও জানান, অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ ও গণমাধ্যমের সঠিক তথ্য প্রকাশ সমাজে সচেতনতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকেও পুলিশের কাজে সর্বাত্মক সহযোগিতা ও ইতিবাচক সাংবাদিকতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দিন আহমেদ (দৈনিক প্রবাহ ও দৈনিক ভোরের ডাক), সহ-সভাপতি আব্দুল আজিজ (দৈনিক সমাজের কথা ও দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সাগর (দৈনিক প্রবর্তন), কোষাধ্যক্ষ বাবুল আক্তার (দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক খুলনাঞ্চল), সাবেক সভাপতি জি.এ. গফুর (দৈনিক যশোর), সাবেক সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দিন সোহাগ (দৈনিক যায়যায়দিন ও দৈনিক গ্রামের কাগজ), এম.আর. মন্টু (দৈনিক পূর্বাঞ্চল), আলাউদ্দিন রাজা (দৈনিক দেশের কণ্ঠ, দৈনিক প্রজন্ম একাত্তর ও আমার একুশ), স্নেহেন্দু বিকাশ (দৈনিক আমাদের সময় ও বাংলার ভোর), বদিউজ্জামান (দৈনিক কালান্তর ও দৈনিক মুক্ত খবর), আবুল হাসেম (দৈনিক দক্ষিণাঞ্চল ও ভোরের দর্পণ), পূর্ণ চন্দ্র মণ্ডল ( মর্নিং গোলরি), শাহরিয়ার কবির (দৈনিক মানবকণ্ঠ, শাহাজামান বাদশা (দৈনিক স্বাধীনমত) ও খোরশেদ আলম (দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক কল্যাণ)।
মতবিনিময় সভা শেষে সাংবাদিক ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সমন্বিতভাবে সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।




Comments