চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে উদ্ধার, এলাকায় বিক্ষোভ
ভোলার চরফ্যাশনে তামিম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে রাতের আঁধারে হাত-পা বাঁধা অবস্থায় একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাতের দিকে উপজেলার আবুবক্করপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে তামিম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তামিমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে ফেলে দেয় ডোবায়। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় রবিবার সকালে আবুবক্করপুর আমিনা ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
এমন নৃশংস ঘটনার বিচার না হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুলারহাট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Comments