বরগুনা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ডা. মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান ও তার বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগী রোগীরা।
রবিবার (২ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, আজিজিয়া ডিজিটাল মিডিয়ার প্রোপ্রাইটর আবদুল আজিজ শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির।
এছাড়া বক্তব্য দেন সাবেক ব্যবসায়ী আলাউদ্দিন আবেদ, ভুক্তভোগী রোগী কালাম মোল্লা, আনছার আলী, নারায়ণ চন্দ্রসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ডা. রফিকুল ইসলাম আছেন বলেই আমরা চিকিৎসাসেবা পাচ্ছি। তার মতো দক্ষ ও আন্তরিক সেবাদানকারী চিকিৎসক এর আগে এখানে কেউ ছিলেন না। একটি মহল ষড়যন্ত্র করে তাকে বদলি করার চেষ্টা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বরগুনার জেলা প্রশাসক শফিউল আলমের মাধ্যমে সমাজসেবা মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি স্মারকলিপি জমা দেন।




Comments