Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের “ভাই ভাই ভ্যারাইটিজ এন্ড ক্রোকারিজ” দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকানের ভেতরে থাকা সকল মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং পরে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের মালিক সাদিকুল ইসলাম (৫০), চক পুস্তম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

তিনি জানান,আমি দুপুরের খাবারের জন্য বাসায় গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোনে জানানো হয় দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি আমার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আমি এখন অসহায় অবস্থায় আছি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তাদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা হতে পারে। তবে দোকান মালিকের দাবি, তার দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণভাবে পুড়ে গেছে।