ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজ কিশোর আশিকের মরদেহ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।
রোববার সকালে জেলার কোতোয়ালী মডেল থানাধীন ঘাগড়া ইউনিয়নের ভাটিপাড়া ভাটিঘাগড়া এলাকায় শাহানারা হক ওরফে নার্গিস এর বাউন্ডারিকৃত জমির পুকুর হতে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মৃতদেহ ময়মনসিংহ কোতোয়ালী ভাটিঘাগড়ার ভাটিপাড়া সিরাজ ফকির বাড়ি গ্রামের মোঃ সেলিম ফকির ও সেলিনা আক্তার দম্পতির ছেলে আশিক ফকির (১৫) এর। মৃতদেহটি অর্ধ-গলিত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো.আব্দুল্লাহ আল মামুন, গত বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় স্থানীয় শাহীন (২৫) নামের এক যুবক আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকেই আশিক নিখোঁজ ছিল।
ধারণা করা হচ্ছে, ৩০ অক্টোবর রাত হতে সকাল পর্যন্ত কোনো এক সময় অজ্ঞাত আসামিরা আশিককে হত্যা করে উক্ত স্থানে লাশ ফেলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মাদক ও চুরির সাথে সম্পৃক্ত এবং বর্তমানে সে ও তার পরিবারের সদস্যরা পলাতক।
পুলিশ আরোও জানায় ঘটনাস্থল থেকে একটি লোহার রডের শাবল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে।




Comments