আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করেছেন সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন রাত থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
এম এ হান্নানের সমর্থকরা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন দেবেন। তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নাম ঘোষণা করা হয়।
এতে বিক্ষুব্ধ হয়ে এম এ হান্নানের নেতাকর্মী বিক্ষোভ মিছিল শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়কের মাঝে টায়ার জ্বেলে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
                



               
Comments