রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তুপে আগুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যাক্ত কাঠের স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঈশ্বরদীর চারটি ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৪০ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
রূপপুর গ্রীণ সিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার আবুল হাসেম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে রূপপুর প্রকল্পে নির্মাণ কাজে ব্যবহারের পর পরিত্যক্ত কাঠ স্তুপ করে রাখা হয়েছে। ১২টা ৩২ মিনিটে দিকে কাঠের স্তুপ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এসময় ঈশ্বরদীর অন্যান্য ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাবনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, রূপপুর প্রকল্প কঠোর নিরাপত্তা বৈষ্টনী রয়েছে। এ নিরাপত্তার মধ্যে কিভাবে কাঠের স্তুপে আগুন লাগলো তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে । এ বিষয়ে তদন্ত চলছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, পরিত্যক্ত কাঠের স্তুপে আগুনের সূত্রপাত। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বড় কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। এটি সামান্য একটি ঘটনা।




Comments