সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, বসত ঘরে আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি বাড়িতে লুটপাটসহ ভাঙচুরের পর চারটি বসতঘরে আগুন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত তিনজন।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার, বালু মহল দখল ও ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপের লোকজন সংর্ঘষে জড়ায়। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপসহ টিন সেটের বাড়ি-ঘরে ভাঙচুর চালায়। একে একে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় চারটি বসতঘর। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গেলে তাদের ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে সংঘর্ষকারীরা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় আব্দুল জব্বারের সমর্থক রহিস উদ্দিন, তুক্কি মিয়া, বাদশা ও জাতীয় পার্টির নেতা সজীবের বসতঘর ৷
সোনারগাঁ থানার পুলিশ তদন্ত ওসি রাশেদুল ইসলাম মানবকণ্ঠকে বলেন, এ ঘটনায় আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংঘর্ষ ও বাড়িঘরে আগুনের ঘটনায় আহত তিনজনকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




Comments