Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় অভিমানে নদী আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নদী মোবাইলে ভিডিও দেখছিল। এ সময় তার মা তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করলে অভিমানে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ সুরতহাল করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।