Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোল্লা মো. খালিদ হোসেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পরপরই ওসি খালিদ হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধীরা এখনই পূবাইল এলাকা ছেড়ে চলে যাক—না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দায়িত্বগ্রহণ উপলক্ষে থানার সদস্যরা সেকেন্ড অফিসার নাজমুলের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন ওসিকে বরণ করে নেন।

এর আগে মোল্লা মো. খালিদ হোসেন রাজধানীর মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বকালীন সময়ে তিনি কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নতুন ওসি বলেন, “আইনের প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। থানার বাইরে একটি অভিযোগ বক্স স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে অভিযোগ বা তথ্য জানাতে পারেন। তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পূবাইলবাসী আইনশৃঙ্খলার উন্নতির সুফল ঘরে ঘরে পাবে—এটাই আমার অঙ্গীকার।”

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পূবাইল থানার পূর্বতন ওসি শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার অভিযোগে। তার অব্যাহতির ১০ দিনের মাথায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মোল্লা মো. খালিদ হোসেন।

স্থানীয় সচেতন মহল নতুন ওসির দৃঢ় ও স্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে, তাঁর নেতৃত্বে পূবাইল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আসবে ইতিবাচক পরিবর্তন, ফিরবে জনগণের আস্থা ও স্বস্তি।