কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি
দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ন দিবস কর্মবিরতি পালন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
রবিবার সকাল থেকে উপজেলার ১৭১ টি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। তাই সকাল থেকে বিদ্যালয়ে আসা বেশির ভাগ শিক্ষার্থী ফিরে গেছেন বাড়িতে।
সূত্র জানায়, উপজেলার ৭৪৫ জন সহকারী শিক্ষকের মধ্যে বিদ্যালয়ে আসা শিক্ষকরা অবস্থান নিয়েছেন অফিস কক্ষে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
প্রসঙ্গত, কলাপাড়া উপজেলায় সরকারি প্রা: বিদ্যালয় ১৭১টি, প্রধান শিক্ষক ১১৮জন, সহকারী শিক্ষক ৭৪৫ জন , মোট ছাত্র -ছাত্রী-২২ হাজার ৪৯ জন।




Comments