Image description

রাতে বাড়িতেই ছিলেন তিনি। গভীর রাতে পুলিশের অভিযান। উপস্থিতি টের পেয়ে ৩ তলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু পারলেন না। পুলিশেরও ওই অভিযানেই ধরা পড়লেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান তৌহিদি (৩৮)। 

শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকার ওই ছাত্রলীগ নেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, ইমরান তৌহিদি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা মামলায় একজন এজহারভুক্ত আসামী। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান সঙ্গিয় ফোর্স নিয়ে তাঁকে গ্রেপ্তারের অভিযানে নেতৃত্ব দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩ টার দিকে পুলিশ ইমরান তৌহিদির বাড়ি ঘিরে ফেলে। গ্রেপ্তার এড়াতে ইমরান বাড়ির ৩ তলা থেকে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেন। এতে তিনি আহত হন। পরে আহত ইমরান তৌহিদিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদ জানান, এজাহারভুক্ত আসামী ইমরান তৌহিদি এতদিন পলাতক ছিলেন। গোপন সূত্রে খবরে তাঁকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।