নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী আরিশা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।
আরিশা আক্তার ওই এলাকার মো. আনারুল ইসলাম সুমনের মেয়ে।
স্থানীয়রা জানায়, রোববার আরিশা আক্তার বাড়ির পেছনে খেলাধুলা করছিল। একপর্যায়ে আকস্মিকভাবে সে অসতর্কতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে আরিশা আক্তারকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশু কন্যার মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




Comments