Image description

চাকরিতে দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতা অবসান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রোববার (৯ নভেম্বর) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে।

গত ৮ নভেম্বর শনিবার ঢাকার শহীদ মিনারে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হলে আগামী ১৫ নভেম্বর থেকে কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা। কিন্তু শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে পরদিন ৯ নভেম্বর রবিবার থেকেই শিক্ষকরা পূর্ণ কর্মবিরতিতে যান।

বাকেরগঞ্জে মোট ২৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৭০ জন সহকারী শিক্ষক সকাল ৯টা থেকে কর্মবিরতি পালন করছেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক স্কুলের লাইব্রেরিতে বসে শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির খবর না জানায় অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীরা এসে পড়েছে। এর মধ্যে কেউ কেউ বাড়ি ফিরে গেছে, আবার অনেকে স্কুল মাঠে খেলাধুলায় মেতে উঠেছে।

তবে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম খোলা রাখতে হবে। শাহবাগের ঘটনায় বাকেরগঞ্জ উপজেলার দুজন শিক্ষক আহত হওয়ায় শিক্ষকদের মনে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। তারপরও ৮-১০টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাকি বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম চালু ছিল বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন সময়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নামায় সন্তানদের লেখাপড়া নিয়ে চরম চিন্তিত অভিভাবকরা।