শরীয়তপুরের জাজিরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— ওই গ্রামের মাদ্রাসা শিক্ষক আবু নাঈমের ছেলে সিয়াম (৩) ও একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে আবদুল্লাহ (৪)। নাওডোবা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, সোমবার সকালে শিশু দুটি বাড়ির পেছনের খোলা জায়গায় খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরঘাটের দিকে চলে যায় এবং সেখানেই পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্দেহবশত পুকুরে নেমে খোঁজ করতে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।




Comments