রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-এর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বাঘাইছড়ি শাখার উদ্যোগে রুপকারী স্কুল মাঠে এই স্মরণসভার আয়োজন করা হয়।
এ সময় রূপকারী মৌজা ২৭৭ নং হেডম্যান বিশ্বজিৎ চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির শ্রমজীবী কল্যাণ সমিতি বিষয়ক সম্পাদক সোহাগ চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি বিমলেশ্বর চাকমা, সহ-সভাপতি সুরেশ কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্ঞান জীব চাকমা, রূপালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জম লাল চাকমা, সাবেক ছাত্রনেতা ভূবন কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুদর্শন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উত্রায়ন চাকমা, মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এম এন লারমার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার আন্দোলনের একজন অগ্রগণ্য নেতা। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা। বাংলাদেশের সংবিধান প্রণয়নকালে তিনি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছিলেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।




Comments