Image description

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ প্রশাসন। সোমবার  দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

যে কেউ তথ্য দিয়ে এসব অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে:

গুলি: ৫০০ টাকা

পিস্তল: ৫০ হাজার টাকা

শর্টগান: ৫০ হাজার টাকা

রাইফেল: ১ লাখ টাকা

এসএমজি (সাবমেশিনগান): ১ লাখ ৫০ হাজার টাকা

এলএমজি (লাইট মেশিনগান): ৫ লাখ টাকা

পুলিশের আহ্বান ও কারণ:

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, "সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়ে যায়। এসব লুট হওয়া অস্ত্র উদ্ধার এখন পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "লুট হওয়া অস্ত্র উদ্ধার শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই যে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।"

তথ্য দিয়ে সহযোগিতা করতে আগ্রহীদের নিচের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস): ০১৩২০-০৯০৩০৩

সদর মডেল থানার ওসি : ০১৩২০-০৯০৩৭৭

ফতুল্লা মডেল থানার ওসি : ০১৩২০-০৯০৪০৩

সিদ্ধিরগঞ্জ থানার ওসি : ০১৩২০-০৯০৪২৯

বন্দর থানার ওসি : ০১৩২০-০৯০৪৫৫

সোনারগাঁও থানার ওসি : ০১৩২০-০৯০৫৩৩

রূপগঞ্জ থানার ওসি : ০১৩২০-০৯০৪৮১

আড়াইহাজার থানার ওসি : ০১৩২০-০৯০৫০৭

জেলা গোয়েন্দা শাখার ওসি : ০১৩২০-০৯০৫৫৯

পুলিশ কন্ট্রোল রুম : ০১৩২০-০৯১২৯৮