Image description

নীলফামারীর সৈয়দপুরে সবিতা রানী (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গীগগণ পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবিতা রানী ওই গ্রামের নিখিল চন্দ্র রায়ের স্ত্রী। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পরিবারের সদস্যরা সবিতা রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।