Image description

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি-ভুরঘাটা সড়কের লাল ব্রীজের পূর্ব পাশে রাস্তার মাঝে দীর্ঘদিন ধরে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কটি এ জায়গাটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির এ বেহাল দশা সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,রাস্তার প্রায় অর্ধেকটা জুড়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের।এর ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ।

এছাড়া ঢাকাগামী বাসসহ প্রতিদিন ভ্যান, অটো, মোটরসাইকেলসহ অসংখ্য যানবাহন এই রাস্তাটি ব্যবহার করছে।

স্থানীয়রা জানান, সড়কে গর্তের ফলে প্রায়ই এখানে যানজট লেগে যায়।তাছাড়া গর্তের পাশেই খাল থাকায় যেকোন সময় গাড়ি উল্টে  ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা, ঘটতে পারে প্রাণহানি। তাই দ্রুত এই রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, "সড়কটির বেহাল দশার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে।রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের হওয়ায় ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত সড়কটি মেরামত করে দিবে বলে জানিয়েছে।"