গত কয়েক দিনে রাজধানীতে ৯টি বাসে আগুন ও ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
১৩ নভেম্বরের প্রস্তুতি: ডিএমপি কমিশনার বলেন, "১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"
নাশকতার চেষ্টা ও গ্রেপ্তার: সাজ্জাত আলী উল্লেখ করেন, "কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে ১৭টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। গত দুই দিনে ৯টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় ৫৫২ জন গ্রেপ্তার হয়েছে।"
অপরাধীদের পরিচয়: এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, "এদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে অপকর্মের জন্য এসেছে। অর্থের বিনিময়ে এসব অপরাধে যুক্ত হচ্ছে।"
নিরাপত্তা জোরদার: ডিএমপি কমিশনার আরও জানান, "জনগণ পাশে থাকায় যে কোনো নাশকতার পরিকল্পনা সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে ডিএমপির। ১৩ নভেম্বর হাইকোর্ট এলাকাসহ ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা




Comments