Image description

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার রোধে রাতের আঁধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও মো. জাহিদ বিন কাশেম বলেন, ‌নিশুতি অভিযানের মাধ্যমে আমরা এই বার্তাটি দিতে চেয়েছি— অবৈধভাবে বালু আহরণকারীরা যেকোন সময় প্রশাসনের খাঁচায় বন্দী হতে পারে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

তিনি আরও বলেন, ‌আজকের অভিযানে কাউকে বালু উত্তোলনরত অবস্থায় পাওয়া যায়নি। তবে কারও জিম্মায় অবৈধভাবে আহরিত বালু পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন ও পাচার বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও জানান ইউএনও। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।