ফরিদপুরে আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে অংশ্রগ্রহণের অভিযোগে গ্রেপ্তার ৪
ফরিদপুরের ভাঙ্গায় গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়াম লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন। মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে ভূমিকা রাখেন তারা। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামেরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধের সময় ভাঙ্গা থানা ও পজেলা পরিষদ ভাঙচুরের সাথেও জড়িত ছিলেন তারা।
ওসি সুকদেব রায় বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ডাকা ‘লগডাউন’ ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছি। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’




Comments