সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্সে ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সরকারি অ্যাম্বুলেন্সটি পুরোপুরি পুড়ে যায়।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজান জানান, রাত প্রায় ২টা ৪০ মিনিটে কয়েকজন যুবক দুটি মোটরসাইকেলে করে হাসপাতালে আসে। তারা এসে চত্বরে পার্ক করা অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ফজল মিয়া বলেন, রাত প্রায় ৩টার দিকে আরেকদল দুর্বৃত্ত কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি পরিত্যক্ত বাসে আগুন দেয়।




Comments