মানিকগঞ্জে হামলা ও ভাঙচুরের মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হরিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি লুতফর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ফরিদপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তাকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার লুতফর রহমানকে আদালতে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাসভবনে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে হামলা, ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে ২০২৪ সালের ৩১ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল।
এ মামলায় ৮৬ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তাদের মধ্যে লুতফর রহমান অন্যতম। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি মো. মজিবুর রহমান।




Comments