নীলফামারীর উত্তরা ইপিজেডে খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিক ছাটাই বন্ধ, টিফিন ভাতা প্রদান, পিসি কমিটি গঠনসহ নয় দফা দাবী বাস্তবায়নে ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করে সনিক ফ্যাক্টরীর শ্রমিকরা। বাধ্য হয়ে সনিক বাংলাদেশের পরিচালক মি. সু ইয়ংবাও পোলো স্বাক্ষরিত ফ্যাক্টরীর প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়।
এরআগে বিক্ষোভ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের কাছে নয় দফা দাবী বাস্তবায়নে একটি স্মারকলিপি প্রদান করে তারা।




Comments