Image description

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভাধীন কলেজমোড়  এলাকায় ১০০পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি রাজশাহী সিটি করপোরেশনের মনিহার থানাধীন কাজলা এলাকার মো. সাঈদ আলী।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে নাগেশ্বরী পৌরসভার কলেজমোড় এলাকায় ১০০পিস ইয়াবাসহ সাঈদ আলী কে গ্রেপ্তার করেন।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নির্দেশে নাশকতা ও অস্থিতিশীল, পরিকল্পনাকারী নিষিদ্ধ পতিত ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের নাশকতা বোধসহ মাদক নির্মূলে অভিযান চলমান রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. আশরাফুল আলম (পিপিএম) বলেন, নাগেশ্বরী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০০পিস ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করেছে। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।