বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমী, তাদের সুযোগ-সুবিধা দিলে কাজের মান আরো উন্নত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা সফরত নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রোটেনহুইসে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সাভারের আইচানোয়াদ্দা এলাকায় সুরমা গার্মেন্টস লিমিটেড পরিদর্শন শেষে শ্রমিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শন শেষে প্যাসকেল বলেন, বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডস সরকার ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর আগ্রহ রাখে। আমি এখানে এসেছি কারণ আমি সবার সাথে খোলাখুলিভাবে কথা বলতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষ এবং তাদের ভালো পরিবেশ দিলে তাদের কাজের মান আরও উন্নত হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ম্যাক জোরিস ভ্যান বোমেল এবং দেশটিতে নিযুক্ত অন্যান্য দূতাবাস কর্মকর্তারা।




Comments