Image description

সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন মাঠে এখন আমন ধানের শীষ দোল খাচ্ছে। মাঠজুড়ে সোনালি রঙে রঙিন হয়ে উঠেছে কৃষক–কৃষাণীর আশা ও পরিশ্রমের ফসল আমন।

শীতের কনকনে রোদ উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পাকা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। চারদিকে ধানের শীষের দোলায় হাওড়জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এমন দৃশ্য দেখা গেছে উপজেলার প্রায় প্রতিটি হাওড়ে।

কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের চারা ভালোভাবে বেড়ে উঠেছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এবার ফলনও ভালো।

ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক হোসেন জানান, এ বছর ১২ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমনের বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৩ হাজার হেক্টর বেশি। ইতিমধ্যে ৩ হাজার হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে, এবার প্রায় ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, কৃষি কর্মকর্তা সহ সকলের সহযোগিতায় এই সফলতা এসেছে। কৃষকদের কটুর পরিশ্রমের ফসল এটি, সর্বোপরি আল্লাহর দয়ায় আবহাওয়া অনুকূলে থাকায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।