Image description

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টার এর আয়োজনে রহনপুর কাজিগ্রাম মাঠে প্রায় তিন শতাধিক শিশুসহ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানী, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এ,আর তোহিদ ও মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ  ডাক্তার সাহাবুব হাসান। 

এ সময় পূর্নভবা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আমিরুল মোমিন জানান, গরীব অসহায় রুগীদের জন্য নিয়মিত ফ্রী মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দেওয়া হবে।আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করা হবে বলেও জানান।