ঢাকার সাভারে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মজিবর রহমান নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিবর রহমান ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
তিনি বলেন, “মজিবরের কাছ থেকে নাশকতা পরিকল্পনা, সংগঠনের অর্থায়ন ও সশস্ত্র সদস্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




Comments