Image description

চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে ১৭ টি চেকপোস্ট বসিয়ে আবারও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিনা করেন জেলা পুলিশ ও র‌্যাব। এসময় বিপুল পরিমাণ দেশি বিদেশী অস্ত্র গুলি উদ্ধার করা হয়। সাথে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

উদ্ধার করা হয় ৮ টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪ টি ছোরা, ৩ টি রামদা, ২ টি চাপাতি, ২ টি তলোয়ার, ১ টি কিরিচ ও ১ টি ইলেক্ট্রিক কাটার। এছাড়া ২৮টি মোটর সাইকেল জব্দের কথা জানায় পুলিশ।

এছাড়া একই রাতে র‌্যাব-৭ এর একটি দল রাউজান সদর ও কদলপুর ইউনিয়নের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের আসামীর ঘরে তাল্লাশী করে পরিত্যাক্ত অবস্থায় ৩ টি এলজি, ২ টি তলোয়ার ও ১ টি কিরিচ উদ্ধার করে। 

গত বুধবার দিবাগত রাত থেকে ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল  ৮ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের ৭টি টিম, র‌্যাব-৭-এর বিশেষ ২টি টিম, চট্টগ্রাম নৌ-পুলিশ, এবং ৯ এপিবিএন-এর চৌকস টিম যৌথভাবে উপজেলার নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান সদর ইউপি ও রাউজান পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-শস্ত্র উদ্ধার করে। 

গতকাল  বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

পুলিশের এই সংবাদ সম্মেলনে জানানাে হয়, রাউজান এলাকায় সাতটি দলে ভাগ হয়ে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অস্ত্র উদ্ধার হয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাড়ি থেকে। তবে যেসব স্থান থেকে অস্ত্র উদ্ধার হয় সেখানে অস্ত্রধারীদের পাওয়া যায়নি। তবে পুলিশ শনাক্ত করতে পেরেছে তাঁদের। উদ্ধার হওয়া অস্ত্র আইনে তাঁদের আসামী করে মামলা করা হবে। অস্ত্র উদ্ধার হয় নোয়াপাড়া ইউনিয়ন থেকে ২ টি, পৌরসভা এলাকা থেকে ৮ টি এলজি। অন্যান্য স্থান থেকে বাকী অস্ত্র শস্ত্র পায় পুলিশ। আর যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা সবাই সন্দেহ জনক। তাঁদের বিরুদ্ধে এখনো কোন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ পাওয়া যায়নি।