Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাশালী ও দাপুটে চেয়ারম্যান হিসেবে পরিচিত সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে। সাবেক চেয়ারম্যান মোশাররফ ওমরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তদন্তে আসে।

স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সাংসদ শামীম ওসমানের প্রভাব খাটিয়ে মোশাররফ ওমর একবার ভোটকেন্দ্র দখল করে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হন।

এসময় দায়িত্বে থাকাকালীন অবস্থা তার ভাই বাবু ওমরকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনীর সম্রাজ্য গড়ে তোলেন তিনি। ওই বাহিনীর বিরুদ্ধে কাঁচপুর এলাকার শিল্পপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, বাসস্থান দখলসহ নানা অভিযোগ উঠে।

এছাড়াও একাধিক স্থানীয় ভুক্তভোগী জানান, ফিল্মি স্টাইলে রাস্তা থেকে মানুষ তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে মোশারফ ওমর ও তার ভাই বাবুর বিরুদ্ধে। এছাড়াও তৎকালীন আওয়ামী লীগ সমর্থিত কায়সার হাসনাতকে ব্যবহার করে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পিছনে কাজ করেন তিনি এবং পরবর্তীতে নিজেকে এমপি প্রার্থী ঘোষণা করে এলাকায় প্রচারণাও চালান।এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের দেশ ছাড়ার হুমকি দেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, সাবেক চেয়ারম্যান মোশারফ ওমরের বিরুদ্ধে থাকা সকল মামলার তদন্ত আরও জোরদার করা হবে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।