গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান রবিবার দিনভর গাজীপুর মহানগরীর পূবাইল এবং কালিগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। পথঘাট, কাঁচাবাজার, পাড়ামহল্লা—সবখানেই প্রান্তিক মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি।
দিনভর গণসংযোগ শেষে সন্ধ্যায় পূবাইলের একটি টং দোকানে সাধারণ মানুষের সঙ্গে চা-আড্ডায় অংশ নেন তিনি। ছবিতে দেখা যায়, স্থানীয় শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের সঙ্গে তিনি একই বেঞ্চে বসে চা-নাস্তা খাচ্ছেন এবং আলোচনা করছেন।
গণসংযোগ শেষে খায়রুল হাসান বলেন, “প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম-গ্রাম, মহল্লা-মহল্লায় যাচ্ছি। কৃষক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী ও মা-বোনদের সঙ্গে কথা বলছি। আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ শান্তি চায়, স্বস্তি চায়।”
তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সময়ে ভয়, আতঙ্ক ও চাঁদাবাজির কারণে ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবন হুমকির মুখে ছিল। এখনও অনেক জায়গায় মানুষ সেই শঙ্কা বয়ে বেড়াচ্ছে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ সুযোগ পেলে গাজীপুর-৫ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলব। এমন পরিবেশ তৈরি করব, যেখানে আল্লাহ ছাড়া কোনো শক্তিকে মানুষকে ভয় করতে হবে না।”
পথে পথে ঘুরে রাস্তার বেহাল অবস্থা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত পূবাইলের বহু রাস্তা এখনো কাঁচা। অনেক রাস্তা ভাঙাচোরা, বছরের পর বছর সংস্কারহীন। এত অবহেলা দেখেও কেউ কথা বলে না। আমি সুযোগ পেলে এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেব।”
সাম্প্রতিক ভূমিকম্প প্রসঙ্গে খায়রুল হাসান বলেন, “এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। পাপ, সীমালঙ্ঘন ও অন্যায়ের পথ থেকে ফেরার নির্দেশ। যদি সামাজিক ও রাজনৈতিক জীবনে শুদ্ধতার দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের রক্ষা করবেন।”
তিনি মনে করেন, বিপদ-আপদ মানুষকে সতর্ক করারই একটি উপায়, যাতে সমাজ সঠিক পথে ফিরে আসে।
গাজীপুর-৫ আসনের বিশাল এলাকা প্রতিদিন পরিদর্শনের প্রচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, “আমি নেতা হয়ে নয়, মানুষের ভাই হয়ে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।”




Comments