Image description

ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক সোহাগকে (২৫) আটক করেছে মডেল থানা পুলিশ। 

নিহত আছিয়া কেরানীগঞ্জ মডেল থানার কাঠালতলী দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার মেয়ে।

সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আছিয়াকে পরকিয়া প্রেমিক সোহাগ দেখা করার কথা বলে রাতে সোনাকান্দা এলাকায় তার বাড়িতে ডেকে নেয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আছিয়ার মাথায় আঘাত করে। এতে সে রক্তার্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলে তারা উদ্ধার করে কাঠালতলি এলাকায় আছিয়ার নিজ বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই ফজিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা কাঠালতলি এলাকায় গিয়ে আছিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় ঘাতক প্রেমিককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।