Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ১২টি থানায় একযোগে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে লটারির মাধ্যমে নির্বাচিত এসব কর্মকর্তাকে পদায়নের নির্দেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়।

সিরাজগঞ্জের ১২টি থানায় নিয়োগপ্রাপ্ত নতুন ওসিরা হলেন- সিরাজগঞ্জ সদর থানায় শহিদুল ইসলাম, কামারখন্দ থানায় শাহীন আকন্দ, রায়গঞ্জ থানায় গোলাম কিবরিয়া, উল্লাপাড়া মডেল থানায় মোহাম্মদ নূরে আলম, চৌহালী থানায় মতিউর রহমান, কাজীপুর থানায় এনায়েতুর রহমান, সলঙ্গা থানায় ইমাম জাফর, শাহজাদপুর থানায় সাইফুল ইসলাম, বেলকুচি থানায় আবু রায়হান, তাড়াশ থানায় হাবিবুর রহমান, এনায়েতপুর থানায় জাহিদ হোসেন এবং যমুনা সেতু পশ্চিম থানায় আমিরুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২৯ নভেম্বর সিরাজগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেন সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে জেলা পর্যায়ের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে একযোগে নতুন ওসি পদায়ন করেছে। বাকি ১১২টি মেট্রোপলিটন এলাকার থানায় সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের বিষয়টি সম্পন্ন করবেন।