আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই ১৫ ডিসেম্বর পর্যন্ত।
রবিবার (৭ ডিসেম্বর) বিকালে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো মো. আনোয়ার খান আনু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ ডিসেম্বর শনিবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা আগামী ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ মোট ১০ দিন সাধারণ দর্শনার্থীরা স্মৃতিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন না।
কর্তৃপক্ষের জারি করা নোটিশে বলা হয়েছে, “রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নিরাপত্তাজনিত কারণে জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হলো।”
ইনচার্জ মো. আনোয়ার খান আনু আরও জানান, “বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের ভিভিআইপিপিদের আগমন ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি থাকায় পুরো এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। স্মৃতিসৌধকে পরিপাটি, সুসজ্জিত ও সম্পূর্ণ নিরাপদ রাখতেই এই সীমিত সময়ের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”
কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছে। তারা আশা প্রকাশ করেন, বিজয় দিবসে স্মৃতিসৌধ যাতে সর্বোচ্চ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে উদযাপিত হয়, সে লক্ষ্যে জনগণ এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন।
১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ দর্শনার্থীদের জন্য স্মৃতিসৌধ পুনরায় খুলে দেওয়া হবে বলে জানা গেছে।




Comments