বিয়ানীবাজারে সারপার বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
সিলেটের বিয়ানীবাজারে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারপার বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রিসাইডিং অফিসার ইসলাম উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলমাছ উদ্দিন। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ১০৩ ভোট পেয়ে এবং কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সহকারী প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য কয়ছর রশীদ, বদরুল ইসলাম, মো. জামাল উদ্দিন এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ছিল। ফলাফল ঘোষণার পর বাজার এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।




Comments