Image description

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলেশ্বরীর খাঞ্জা বিলের দখল নিয়ে দুই মৎস্যজীবী সমিতির মধ্যে চতুর্থ দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ঘটা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিলের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে রয়েছে শিবপুর গ্রামের ‘জনকল্যাণ সমবায় সমিতি’, যার নেতৃত্ব দিচ্ছেন হারিছ মিয়া। অপরপক্ষে রয়েছে ‘সন্তোষপুর আনন্দময়ী মৎস্যজীবী সমিতি’, যার নেতৃত্ব দিচ্ছেন স্বজন গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম।

সোমবার দুপুরে বিলের দখল নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

পুলিশ জানায়, এই জলমহালটি নিয়ে দুই পক্ষের মধ্যে এর আগেও তিনবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবারের ঘটনাটি ছিল চতুর্থ দফার সংঘর্ষ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।