গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে আফনান ভুইয়া ও হেলা নামের দুইজনের নাম পাওয়া গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাওনা চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যান কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। গাড়িটি বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশাচালক ও আরেক নারীসহ মোট পাঁচজন আহত হন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের হাসপাতালে আনার পর একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের চিকিৎসা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, “দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটির চালকের সহকারী শামসুল হককে আটক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”




Comments