Image description

বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের সদস্যদের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার সাভারের আরভিঅ্যান্ডএফ ডিপোতে অনুষ্ঠিত ‘বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, “সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আরভিঅ্যান্ডএফ কোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কোরের সদস্যদের আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আরও অগ্রসর হওয়ার পরামর্শ দেন।

এর আগে, সেনাপ্রধান সাভারের ডিপোতে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আরভিঅ্যান্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার।

বক্তব্যের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরভিঅ্যান্ডএফ কোরের গৌরবময় ঐতিহ্যের প্রশংসা করেন এবং দেশসেবায় তাদের অবদানের কথা উল্লেখ করেন।

সম্মেলনে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্মেলনের আগের দিন (৯ ডিসেম্বর) মেজর জেনারেল এস এম আসাদুল হক আরভিঅ্যান্ডএফ কোরের তৃতীয় কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।