ঢাকার কেরানীগঞ্জে মিল্টন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর নিশানবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিল্টন সিরাজনগর এলাকার মাজহারুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিল্টন স্থানীয় একটি জুতার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। সে ওই কারখানায় মাত্র তিন দিন আগে কাজে যোগ দিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশের একটি পরিত্যক্ত রেস্টুরেন্টের গোল ঘরের টিনের চালের আড়ার সঙ্গে জুতার ফিতা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিল্টনের মরদেহটি পাওয়া যায়। তবে মরদেহটি পুরোপুরি ঝুলন্ত অবস্থায় ছিল না; তার পা গোল ঘরের পাটাতনের ওপর ছিল। এমন ‘অর্ধ-ঝুলন্ত’ অবস্থা দেখে এলাকাবাসীর ধারণা, কিশোরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।




Comments