মধুখালীতে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব উপলক্ষে ৬ দিনব্যাপী মহোৎসব সম্পন্ন
ফরিদপুরের মধুখালীতে শ্রী ভবতরণ গোস্বামীর ৬০তম তিরোভাব দিবস উপলক্ষে আয়োজিত ৬ দিনব্যাপী বার্ষিক মহোৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।
এর আগে গত ৬ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট শ্রীনিকেতন ভবতরণ সেবা সংঘ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। ভবতরণ সেবা সংঘের আচার্য নন্দ দুলাল গোস্বামী শ্রীমদ্ভাগবতম পাঠ এবং সমরেশ কীর্ত্তনীয়া ও তাঁর দলের প্রাসঙ্গিক কীর্ত্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
উৎসবে চব্বিশ প্রহর এক নাম কীর্ত্তন ও ছয় পালা অষ্টকাল লীলা কীর্ত্তন অনুষ্ঠিত হয়। এতে লীলা রসামৃত পরিবেশন করেন বগুড়ার তৃষ্ণা দেবনাথ, নওগাঁর কুমারী বন্দনা মোহন্ত ও গাজীপুরের শ্রী মহাদেব ঘোষ।
এছাড়া দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়া দলগুলোর মধ্যে ফরিদপুরের ভবতরণ সম্প্রদায়, ঢাকার মা শিবানী সম্প্রদায়, সাতক্ষীরার মা কুমুদিণী সম্প্রদায়, নীলফামারীর গোবিন্দ মন্দির সম্প্রদায়, মানিকগঞ্জের লক্ষ্মীনারায়ণ সম্প্রদায় ও গোপালগঞ্জের মহাপ্রভু সম্প্রদায় অংশ নেয়।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ সমবেত হন।




Comments