লাখাইয়ে সরকারি জমিতে দখলদারি: ২৪ ঘণ্টার আল্টিমেটাম উপেক্ষা, উল্টো নতুন দোকান নির্মাণ!
লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানঘর সরাতে উপজেলা প্রশাসনের দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। শুধু নির্দেশ অমান্য করাই নয়, সেই একই জায়গার পাশে সরকারি জমিতে আরও একটি নতুন দোকানঘর নির্মিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের ভূমিকা ও উচ্ছেদ কার্যক্রম নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভাদিকারা গ্রামের প্রবেশমুখের বাম পাশে সরকারি জায়গায় বাচ্চু মিয়ার স্ত্রী সমরাজ বেগম একটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন। গত ২৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর ঘটনাস্থলে যান তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। তিনি ২৪ ঘণ্টার মধ্যে স্থাপনাটি সরিয়ে নিতে নির্দেশ দেন।
সেসময় ইউএনও অনুপম দাস অনুপ বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় সমরাজ বেগমকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে স্থাপনা সরানো না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, স্থাপনাটি পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল বলেও স্থানীয়দের অভিযোগ ছিল। (সংবাদটি প্রকাশিত হয়েছিল ৩০ জুলাই ২০২৫ তারিখে।)
তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পুরোনো স্থাপনাটি অক্ষত রয়েছে। স্থানীয়দের দাবি, উচ্ছেদ না হওয়ার সুযোগে সমরাজ বেগম আবারও সরকারি জমিতেই নতুন একটি দোকানঘর তুলে ফেলেছেন।
এ বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘আমি বিষয়টি খতিয়ে দেখব। আল্টিমেটাম দেওয়ার পরও কেন উচ্ছেদ হয়নি এবং নতুন স্থাপনা নির্মাণের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি জমি পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে কি না এখন সেটিই এলাকাবাসীর দৃষ্টিতে প্রধান প্রশ্ন।




Comments