Image description

নওগাঁর রাণীনগরে উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী ‘সপ্তম উপজেলা কাব-ক্যাম্পুরী’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস রাণীনগর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান।

উপজেলা স্কাউটস কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রামানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস।

এ সময় অন্যদের মধ্যে সাংবাদিক হারুনুর রশিদ, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, প্রধান শিক্ষক আতোয়ার রহমান ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০০ জন কাব স্কাউট ও ইউনিট লিডার অংশগ্রহণ করছেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পুরীর কার্যক্রম চলবে।