ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির ওপর ঢাকায় গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঝালকাঠি জেলা বিএনপি। এই ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। তবে কর্মসূচি চলাকালে মিছিলের অগ্রভাগে থাকা নিয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।
জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সকালের দিকে শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের সাধনার মোড়ে পৌঁছালে সামনে থাকা নিয়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে তা হট্টগোলে রূপ নেয় এবং মিছিলে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মিছিলটি পুনরায় শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই পরিকল্পিতভাবে ঢাকায় শরীফ ওসমান বিন হাদির ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।’ তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।
এ সময় জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Comments