ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদীর উপর হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এদিকে, একই দাবিতে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মোঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।
সমাবেশে ডা. মোঃ রহমত উল্লাহ বলেন, “ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না।”
লোকমান আহমেদ বলেন, “রাজনৈতিক ভিন্নমত দমনে পরিকল্পিত হামলার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে এ ধরনের নৃশংস হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।।




Comments